২৬

ফাঁকা বারান্দায় বসে প্রতিটি বিকেলে দেখি
গাছ-গাছালির মাথার উপর দিয়ে
সূর্য নেমে যায়। এতে আর
নতুন কথা কী!
বাবুদের বাড়ি থেকে কাজ সেরে দেহাতি মেয়েরা
খলবল করে ফিরে যাচ্ছে নিজেদের কুঁড়েঘরে
ওরা কখনও সূর্যাস্ত দেখে না
তাও অনেক পুরোনো কথা

পাশাপাশি এই দুটি ছবি থেকে তৈরি করে নাও
মরীচিকা, অনন্বয়, তৃষ্ণা ও শূন্যতা

রাত ৯-৫০॥ তদেব