৩০

অস্তিত্ব-বিভ্রম নিয়ে নাগরিক বয়ান লেখার কথা ছিল
কিছু তেতো কিছু ঝাল মিশিয়ে মিশিয়ে
যে-বাচন তৈরি হলো আসলে তা নিয়তি-তাড়িত
এতে প্রকাশের ছলে যত আড়াল গড়েছি
সেইসব শ্বাসে ও প্রশ্বাসে মিশে গেছে বলে শিউরে উঠি
গোপন ভয়েতে যেন বিক্ষত খড়ের বোঝা নিয়ে
পথ-চলা সে শুধু আমার, অস্তিত্ব থাক বা না থাক
আপাতত চোখে পড়ছে ছন্নছাড়া ছদ্মবেশ
আর আমার লেখার সীমাহীন অক্ষমতা...

রাত ১০-০৫॥ তদেব