২৯

বলেছিলে শুধু কয়েকটি দিনের অপেক্ষা
এরপর এসে যাচ্ছে নতুন সময়
ভাটিয়ালি গান হবে প্রতিদিন, নাচ করবে
দুন্দুবুড়ি আর সমস্ত নির্জন
ভরে উঠবে অনর্গল কথকতা দিয়ে
পাতার মর্মর দিয়ে, বৃষ্টির সারল্য দিয়ে
অহেতুক ভালবাসা দিয়ে
কিছুই হলো না
আর কতবার উথলে উঠবে বিষাদ-সিন্ধুর ঢেউ
অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষায়
কবে আসবে, বলো, হে সময়, নতুন সময়

রাত ৭-৩০॥ তদেব