কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/২৮
(পৃ. ১২৯)
২৮
যত ভাষা থেকে ভাষান্তরে যাই
ফেলে-আসা পথগুলি লজেন্স-প্রিয় শিশুর মতো
সঙ্গে সঙ্গে চলে, কিছুতেই এড়াতে পারি না
ঐসব পথ থেকে ধুলো বিস্তর মেখেছি কিন্তু কোনো
সাকিন শিখিনি কোথায় চিহ্নের শুরু
কোথায় বা শেষ, কেন শিশুর কাকলি মেনে নিতে হয়
যত ভাষা থেকে ভাষান্তরে যাই
ফিরে ফিরে আসে ভুলে থাকা পথের ইশারা
সকাল ৬-৩০॥ ২১.১১.১১॥ তদেব