৩৫

নাগরিক চতুরালি এত যে মুখর প্রতিদিন
রঙ্গ দেখে পরান বাঁচে না
ওলো সই, বাঘের পিঠে সওয়ারি কামাল
ধন্য ধন্য করে গৌড়জন
এই যে ছিনালি কেয়াবাৎ কেউ কবে দেখেছিল?
গিলি গিলি যাদুতে সার্কাসে
জবর জমেছে, দিন হচ্ছে রাত, আর রাত হচ্ছে দিন
ন্যাকাচৈতনেরা সব সিপাহিসালার
বিগলিতকরুণার জলে ধুয়ে যাচ্ছে সদ্য-ফোটা কাশফুল
এবার নুলো নাচবে কথাকলি
বোবা গাইবে নাগরিক লোকগীতি, শিলা ভাসবে জলে

সকাল ৯-০০॥ ২৪.১১.১১॥ তদেব