৩৪

প্রত্যেকেই সফলতা চাই অথচ সবাই আছি খাদের কিনারে
বাড়ির দেয়ালে যত নক্সা সমস্ত আসলে ফাটলের কারুকাজ
কিছুই না-জেনে এতসব আয়োজন টুনিসেটে ঝলমলে উৎসব
মুছে কি দিচ্ছে আসন্ন ধ্বসের ছায়া, কালীদহে ডুবে যাওয়া?
সপ্তডিঙা মধুকর থাক বা না থাক, আছে সেই মান্দাসের ভেলা
হেঁতালের লাঠি নিয়ে, মহাজ্ঞান নিয়ে ভেসে যাচ্ছে অজানায়
কেন তবে সফলতা চাই, উৎসবের নামে চাই কুহকের ঘোর?
মঞ্চসাজ মুছে যাচ্ছে, পড়ে যাচ্ছি খাদে, এর চেয়ে বড়ো কোনো সত্য নেই

রাত ১০-১৫॥ তদেব