৩৯

মনে রেখো ডুবন্ত নৌকোর নামে শপথ নিয়েছ
সমস্ত তৰ্পণবিধি শেষ হলে
ফিরে আসবে নিজস্ব মুদ্রায়
উজানে-ভাঁটায় স্রোতের অভ্যাসে যারা
ভেসে যাচ্ছে, তাদেরে বোঝাও
নাব্যতার রীতি
লিখি, তোমার পথের পাশে অপেক্ষায় আছি

রাত ১০-১৫, বিশ্ববিদ্যালয় আবাসন, ২৭.১১.১১