৪০

সব কিছু থেমে গেছে গতকাল
ক্ষুধা ও পিপাসা
এখন সন্ত্রাস মেনে নেওয়া ভালো
শুধুই স্তব্ধতা
ঘিরে থাক আমাদের প্রসাধন জুড়ে
মুদ্রাদোষ ছাড়া একান্ত সম্বল নেই কোনো

সকাল ৬-৪০॥ ৩০.১১.১১॥ তদেব