৪২

কথাদের ভাঁজে-ভাঁজে গোপন নৈঃশব্দ্য
কীভাবে জমেছে এত?
যদি বলো যাপনের রীতি এই ছাইভস্ম মেখে
শূন্য ঘরে ফিরে আসা
মেনে নেব সব অবিকল পরিত্রাণহীন
দোহাই আগুন যত পারো
পোড়াও পোড়াও যাতে দহনের স্মৃতি নিয়ে
জেগে ওঠে আতুর চিহ্নেরা
শব্দের আড়ালে এত শূন্য এত অসংযোগ
কেন আগে বুঝিনি কখনও!

রাত ৮-৩০॥ তদেব