কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৪৩
(পৃ. ১৩৬)
৪৩
হওয়া ও না-হওয়ার মাঝখানে
এত দ্বিধা কেন, কেন এত রক্তপাত?
কেন শ্বাসে ও প্রশ্বাসে
ধূসর আর্তির অবশেষ
এইসব প্রশ্ন থেকে জেগে ওঠে আজ
শুধু অবসাদ, নিঃস্বর ক্লান্তির
আয়োজন নিয়ে ছদ্ম-কথকতা
হওয়া যা, না হওয়াও তা-ই
রাত ১০-৪৫॥ তদেব