৪৫

একদিকে মমিদের ভিড়, অন্যদিকে আততায়ী
মাঝখানে মূর্খ বিদূষক
এসব কথায় কোথাও সংকেত নেই, নিছক বাস্তব আছে
প্রতিদিন যত দেখি, বুঝে নিই
মৃতদের মিছিল চলেছে রঙিন পালুন, টুপি ও কোর্তায়
তাদের চেহারা জুড়ে মল্লিকাবাহার
ভস্মে ঢালি অফুরন্ত ঘি, ভাঁড়ার ফাঁকা হয়ে গেলে
দাবিপত্র নিয়ে আসে
ভাঁড়ের সমিতি, পাশাপাশি ঘাতকের তুমুল উল্লাস
এই তো যাপন-কথা
বিন্দু বিন্দু মৃত্যুর ক্ষরন প্রতিটি নিমেষে

রাত ১০-৫০॥ তদেব