কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৪৬
(পৃ. ১৩৮)
৪৬
ফুরিয়ে যাচ্ছে সমস্ত সচলতা, হারিয়ে যাচ্ছে প্রবাহ
এই অনুভব সত্য নাকি অভ্যাসের পরম্পরা
ছুঁয়ে থাকে মন্থরতা শুধু যখন উথলে ওঠে বিষাদ
পাওয়া ও না-পাওয়া জুড়ে শূন্যের বিস্তার
কতদিন যাবে এরকম স্বরহীন অভিকর্ষহীন ভেসে ভেসে
কাকে যে জিজ্ঞাসা করি এইসব, প্রতিধ্বনি জানে
সকাল ৬-৩০॥ ২.১২.১১॥ তদেব