৪৭

উলঙ্গ মানুষ, আতুর মানুষ, নিথর মানুষ
জেগে থাকো খোলসের স্মৃতি নিয়ে
তোমাদের ঘিরে নেমে আসছে যত গুল্মলতা
বিষে লীন, নগ্নতা আড়াল করে
পুড়ে পুড়ে অবাধ অগাধ ছাই রেখে যায়
সেই ছাই মেখে উঠে এসো বল্মীকের স্তুপ থেকে
নিথর মানুষ, আতুর মানুষ, উলঙ্গ মানুষ
জেগে থাকো যতক্ষণ রাত না ফুরায়
লোমে-লোমে বিষ, ধমনীতে বিষ জমে গেছে
তুলে নাও স্মৃতির পাহারা, পরো নতুন নির্মোক

সকাল ৮-১০॥ তদেব