৪৮

নাকের বদলে নরুন পেয়েছি
সেই ভালো। অকারণ ক্ষোভের বদলে যদি মেনে নেওয়া যায়
বড়ো স্বস্তি তাতে। আজ
নাহয় কাল নাহয় পরশু সব কিছু
মুছে যাবে এর চেয়ে
বেশি কোনো সত্য নেই। অতএব
নিরুদ্বেগ থাকি জয়
কিংবা পরাজয়ে, তুচ্ছতায়, আর
সহসা উল্লাসে। জানি,
এভাবেই কোনো একদিন থেমে যাব
একাকার হবে সুখ ও অসুখ...

রাত ৭-৫০॥ তদেব