কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৪৯
(পৃ. ১৩৯)
৪৯
কিছু টুকরো ছবি, না-লেখা ডায়রির ছেঁড়া পাতা
এইসব কুড়িয়ে বাড়িয়ে
যত দস্তাবেজ লিখি, নিস্তব্ধতা ছুঁতেও পারি না
সামান্য সৌজন্য দিয়ে
ঢেকে রাখি তিক্ত অনুযোগ, মর্মবেদনার অনুষঙ্গগুলি
অন্ধতার বার্তা বয়ে আনে
অক্ষরের পুরোনো বিন্যাস, পরিত্যক্ত দগ্ধ স্মৃতি
রতিখেদ, ভ্রষ্ট ভালবাসা
রাত ৮-৩০॥ তদেব