৫২

ধীরে, খুব ধীরে, ছেয়ে যাচ্ছে সূর্যাস্তের মৃদু নিষ্ঠুরতা
শোনা যাচ্ছে নৈশপ্রহরীর শিস
মৌন ভেঙে জেগে উঠছে দীর্ঘ অমারাত, হিমঋতু
ফিরে আসছে জেনে কুঁকড়ে যাচ্ছে
বেলাভূমি। এতসব দৃশ্যবীজ থেকে চিহ্ন খুঁজে খুঁজে
দ্বিধায়, সংশয়ে যদি থমকে যায়
ভাষ্যকার, তাকে যেন জন্মান্ধ বলো না কেউ
সূর্যাস্তের কারুকাজ থেকে হেঁকে নাও
ভালবাসা, অনিঃশেষ কোমলগান্ধার, প্রচ্ছন্নের বোধ

বিশ্ববিদ্যালয় আবাসন॥ রাত ৮-১৫॥ তদেব