কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৫৩
(পৃ. ১৪১)
৫৩
কথা হোক গোপনতা নিয়ে, বোঝাপড়া নিয়ে
নীরবতা নিয়ে
অযাচিত অভিমান আর বিষণ্নতা নিয়ে
খুব কথা হোক
তারপর দেখা যাবে কতখানি মিথ্যা জমে আছে
কথার ভেতরে
জমে আছে প্রতারণা, বিষ, আদিগন্ত ফাঁদ
দিকচিহ্নহীন
এইসব কথা দিয়ে শূন্যের মন্থন হোক, অভ্যাসের
নশ্বরতা জেগে থাক স্বরে ও নিঃস্বরে
তদেব॥ রাত ৯-১৫