৫৪

স্মৃতিসম্মেলনে ভাষ্য জরুরি ছিল না
অনিবার্য ছিল আনাগোনা
আকাশের, ডানার সঞ্চার শস্যভূমি
জুড়ে আর খসে-পড়া যত
পালকের কথকতা। তাহলে কর্কশ
কোলাহল কেন ভেঙে দিচ্ছে
মুগ্ধ নীরবতা, কেন পতনের গভীর স্মারক
ফুটে উঠছে দাহে, অসংযোগে?

বিকেল ৩-০০॥ ৪.১২.১১॥ তদেব