৫৫

এবার ফেরার পালা তাই ক্ষত ঢেকে রাখি
নির্বিকার তন্দ্রার ভেতরে
ডুবে যেতে-যেতে পথের কল্পনা করে নিই
একথা কি জানি বহুদিন
ভুলে গেছি কোথায় যাওয়ার কথা ছিল
কবে কোন্ রূঢ় আততায়ী
আঘাতের স্মৃতি রেখে গেছে ক্ষতের গভীরে
এবার ফেরার পালা
পথের আদল থাক বা না থাক যেতে হবে
নিজস্ব রাতের দিকে

রাত ৭-৪৫॥ তদেব