কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/১০
(পৃ. ১৫২)
১০
আগুনের খেলা দেখি, গান দেখি, মস্করাও দেখি
নিজেকেই খায় চেটেপুটে
জ্বলে ওঠে লেলিহ জিহ্বায়, রঙ্গে নাচে তাতা থৈথৈ
মরমিয়া স্পর্শ দিয়ে যায়
যেন মুর্শেদের হাতে বাজে সুরেলা দোতারা
এভাবেই আগুন পাবক আর
হুতাশন হলো রূপে ও অরূপে প্রতিটি মুদ্রায়
তাই তার শৌর্য দেখি, ভালবাসা দেখি
রাত ১১টা, তদেব