কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৯
(পৃ. ১৫২)
৯
আরও চাই ছলাকলা, ঈর্ষা ও সংশয় চাই
পথে-পথে ছড়িয়ে দিয়েছ
ডানা-ভাঙা পাখিদের ছায়া ও পালক
আর ক্ষুধা ও তৃষ্ণার বোধ
বাস্তু নেই, স্মৃতি নেই, ভ্রম নেই
তবু জেগে আছি
আততায়ী, এবার কৃপাণ খোলো
রাত ১০টা, কক্ষ ৫০৯, অ্যাসেট হোমস, কোচি, ১৫.১২.১১