কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৮
(পৃ. ১৫১)
৮
এখনও সংকেত খোঁজো? কেন খোঁজো!
শুধু ভার, শুধু বিবরণ আর
কথোপকথন ছলে সংযোগ লুকিয়ে রাখা
দেখে-দেখে অবসাদ জমে
অভ্যাসে কখনও আশ্চর্য মেলে না, কথার ভেতরে
জমে ওঠে পুঞ্জ-পুঞ্জ ছাই
তবুও সংকেত খোঁজো? কেন খোঁজো!
সন্ধ্যা ৬-২৫, তদেব, হায়দরাবাদ থেকে কোচি উড়ান