কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৭
(পৃ. ১৫১)
৭
প্রকৃত জলের দামে কেনা হলো আত্ম-পরাভব
জল মানে একান্ত জীবন?
পিপাসার বিনিময়ে এত বিষ শুষে নিই রোজ
বিষ তবে নিসর্গ সম্মত?
সব প্রশ্ন-প্রতিপ্রশ্ন জুড়ে ফাঁপা প্রতিধ্বনি ছাড়া
আর কিছু নেই, ছিল না কখনও
বিকেল ৫-১০, তদেব, নাগপুর থেকে হায়দরাবাদ উড়ান