মনে রেখেছি তোমার চাউনি তীব্র ধিক্কার মেশানো
রোদ আর ছায়ার স্বাক্ষর রেখে গেছ
সমস্ত আসবাব জুড়ে
সেই বর্ণলিপি এখনও পড়তে শিখিনি
ভাষার ভেতরে ভাষা
নীরবতা পেরিয়ে পেরিয়ে অন্য নীরবতা
তোমার সহজ মুদ্রা

আলো শুষে নিতে গিয়ে শুধু মরীচিকা
যোগাযোগহীন শূন্য
আত্মহননের অজুহাত নিয়ে ফিরে আসছে
হেরে যাচ্ছি প্রতিদিন

মনে রেখেছি তোমার চাউনি তীব্র ধিক্কার মেশানো

বিকেল ৩-১৫, ৯ডব্লু ২৩৩৪, কলকাতা থেকে নাগপুর উড়ান