কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৫
(পৃ. ১৫০)
৫
ফিরে যেতে ইচ্ছে করে একথা জানাই
এত যে মুহূর্ত ভেসে যাচ্ছে
তাদের ভেতরে নশ্বর বুদ্বুদ ছাড়া কিছুই দেখিনি
বাতিল বিশ্বাস নিয়ে, আচ্ছন্নতা নিয়ে
পথ নিয়ে এল আধো ঘুমে ধূসর সন্ধ্যার দিকে
নিজের ছায়াকে খুঁজি, খুঁজি পিপাসাকে
ওষ্ঠে নেই জলস্পর্শ, নেই গাঢ় চুম্বনের দীর্ঘ স্মৃতি
ফিরে যেতে ইচ্ছে করে, একথা জানাই
দুপুর ১১-৫০, তদেব