কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৪
(পৃ. ১৪৯)
৪
এসেছিলে শূন্য ঘড়া নিয়ে, হাওয়ামহলের
বাক্ব্যবহার বোঝাতে চেয়েছ, বলো
চতুরতা নাকি ইন্দ্রজাল দিয়ে ঐ ঘড়া থেকে
ঢেলে দিচ্ছ কুণ্ঠাহীন মায়াপারাবার
মফস্বলবাসী আমি, কাকে বলে বেঁচে থাকা
এখনও শিখিনি, শুধু জানি এরকম
আসা-যাওয়া ভালো লাগে নাগরিক মানুষের
ওরা টুপি থেকে বের করে আনে হাতি
তারপর হাতি হয়ে যায় কবুতর অথবা খরগোস
সব শেষে থাকে শুধু শূন্য ঘড়া, মুঠোয় রোদ্দুর
দুপুর ১১-২০, ১৪.১২.১১, এআই ৯৭১০, শিলচর থেকে কলকাতার উড়ান