কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৩
(পৃ. ১৪৯)
৩
অন্ধজন, শোনো, অন্ধদের সমবায় তৈরি হচ্ছে
নুলো ও বধির সমাবেশে
জহ্লাদ-লিখিত নথি জুড়ে সেই শুভ সমাচার খুঁজে পাবে
কদম্ববনেতে ঝামুরঝুমুর ঐ
প্রিয়বান্ধবীর পায়েতে ঘুঙুর কীভাবে বেজেছে শোনো
কান পেতে অইখানে সব
শান্তি তোমাদের কল্যাণ হয়েই আছে গেয়ে যাও
অনাবিল প্রার্থনাসঙ্গীত
বধিরেরা তালি দিক, নুলোদের নাচ হোক রণপায়ে
অন্ধজন, লেখো আলোর পাঁচালি
রাত ১১-২০, তদেব