কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/১৩
(পৃ. ১৫৪)
১৩
এই পৃথিবী কখনও তোমাদের ছিল
সুন্দরের কাছে পৌঁছে যেত স্তব ও বিষাদ
আসলে বিষাদ
ছিল করুণ এবং অনাবিল, মাত্রা কিংবা
যতি নিয়ে কোনো
বিতর্ক হত না আর ভালবাসা ছিল সুন্দরের
শুশ্রূষা-নিবিড়
এই পৃথিবী কখনও মানুষের ছিল
সন্ধ্যা ৭-৫০, তদেব