১৪

সমাচার লিখি নগ্ন প্রতাপের নামে
লিখি সমাচার লজ্জাহীন ভাঁড়দের নামে
মোসাহেব, বিদূষক, বিজ্ঞদের নামে
ভণ্ড, লোভী, ঈর্ষাতুর শকুনির নামে
লিখি কপট পাশার দান, বস্ত্রহরণের নামে
সমাচার লিখি রাজসূয় যজ্ঞকথা নিয়ে
লিখি কৃষ্ণকথা, নিমিত্তমাত্রই হও সব্যসাচী
সমবেত যুযুৎসুরা আসলে আগেই মৃত
সমাচার লিখি নগ্ন প্রতাপের নামে
লিখি, কলম লেখেনি কোনো কিছু

রাত ৮-১০, তদেব