কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/১৯
(পৃ. ১৫৭)
১৯
তোমাদের যাতায়াত দেখি, হাসি দেখি
সব কিছু নিয়ম মাফিক
বেঁকানো ঠোঁটের কোনে রঙ্গ দেখি, শ্লেষ দেখি
ক্লান্তি দেখি, বিপন্নতা দেখি
দেখে-দেখে ঘোর কেটে যায়, কাতারের
মাঝখানে দেখি নিজেকেই
তদেব, সন্ধ্যা ৭-৪০