২০

এখনও নির্লজ্জ ভাষা লিখে যায়, ভালবাসি
শহরের ছন্নছাড়া বিকেলবেলায় ধুলো ওড়ে, তবু
তারপর সন্ধ্যা গাঢ় হয়ে এলে সামান্য চাঁদের আভা
উঁকি দেয় নগণ্য খড়ের ঘরে, বলে আসে, ভালবাসি
দ্রুত বদলে যাচ্ছে সব দৃশ্যপট তবু জেগে আছো তুমি
যেন রূপকথার চেয়েও আশ্চর্য তোমার ঐ জেগে থাকা
উড়ে যায় ছেঁড়াখোঁড়া আখরেরা স্মৃতির সম্বল নিয়ে
এখনও নির্লজ্জ ভাষা দ্যাখো লিখে যাচ্ছে, ভালবাসি

সকাল ৭-৩০, রঞ্জুর বাড়িতে, কলকাতা, ১৯.১২.১১