কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/২৪
(পৃ. ১৫৯)
২৪
রেখার আঁচড়ে ক্যানভাসে ফুটে ওঠে যত ক্ষত
সেই সব ছবির ইশারা নয়
এমন কী নয় দহনের ক্লান্ত কথকতা, নিঃসঙ্গ মানুষ
রেখে যাচ্ছে অপমান আর কিছু
প্রচ্ছন্নের ভার যাতে মিশে আছে নীরব লাঞ্ছনা
কতবার একই পথে ফিরে গিয়েছিলে
যেখানে যাওয়ার কথা ছিল না কখনও সেই বিবরণ
লেখা থাক রঙে ও রেখায়
রাত ৮-৫০, ২৪.১২.১১, বিশ্ববিদ্যালয় আবাসন