২৫

বাসি কথা, অতিব্যবহারে জীর্ণ ও ধূসর
জমে-জমে
পাথরের চেয়ে ভারী এবং নিরেট
এবার তাহলে
শ্যাওলার প্রচ্ছদ নিয়ে মিশে যাক
গেরস্থালি
আর কেতাবি জীবনে যাতে
একাকার হয়ে যায়
ভাষা ও নৈঃশব্দ্য, মেকি ও গভীর কথা
প্রতীক্ষায় থাকি
কবে অভ্যাসের প্রতিশব্দ ভালবাসা হবে

রাত ৯-২৫, তদেব