কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/২৯
(পৃ. ১৬২)
২৯
এবার সামান্য শিল্প-টিল্প হোক
বারুদের স্তুপ তোফা জমিয়েছ
একটু আগুনের কণা ছুঁইয়ে দাও যদি
খাসা বিস্ফোরণ হবে, উড়ে যাবে
অবান্তর তাঁবুর শহর আর ভব্যতার সম্মেলন
এই তো সময়, যাপনের উৎসব সাজাও
আগুনের ছন্দ দিয়ে, লাবণ্যের শৌর্য দিয়ে
এবার সামান্য শিল্পটিল্প হোক
সকাল ৬-২৫, তদেব