৩০

কত জন্ম থেকে অপেক্ষায় আছি
কবে মিশে যাব তোমার পরাগে
একে একে শোনা হলো কত রূপকথা
তবু ভার আনে সান্ধ্য মেঘ
রাত্রির গভীরে মেলে দিচ্ছ ডানা
শিউরে উঠছে সমস্ত বসুধা
এক জন্ম থেকে অন্য জন্মে ব্যাপ্ত হলো ঋণ
অন্তহীন স্রোতে ভেসে যাই
ভোর হোক, আলোর উত্তাপে যাত্রা শুরু হোক
নেমে এসো আকাশের মতো
মনে রেখো, জন্ম জন্ম অপেক্ষায় আছি
খোলো, খোলো তোমার কোরক

সকাল ৯-৪০, তদেব