৩১

অক্ষরের প্ররোচনা অনেক সয়েছি
সেই কবে থেকে
জল পড়ে পাতা নড়ে আর ধুলো জমে
ছেঁড়া দস্তাবেজে
দাম ছাড়া বিকিয়ে গিয়েছে যৌবনের
পুঁথিপত্রগুলি
কোথাও সাকিন নেই এইসব ভাঙা
হরফের, শুধু
ঘুমে-জাগরণে ফিরে ফিরে আসে ঐ
হিম প্ররোচনা

রাত ন’টা, তদেব