কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/৩২
(পৃ. ১৬৩)
৩২
স্বরে ও নিঃস্বরে দীর্ঘ ছায়া জমে উঠছে রোজ
একি বিবরণ কিংবা আত্মহননের
মুখবন্ধ যা থেকে ক্রমশ উঠে আসছে শ্লোক
বিভ্রমের বার্তা নিয়ে তুমুল বিষাদে
এইসব ছায়া ও প্রচ্ছায়া জুড়ে শুধু দ্বিধা শুধু অনন্বয়
ক্রমাগত নিজের গভীরে চোরাবালি
দেখে-দেখে মেনে নেওয়া নিস্তব্ধতা ভালো
হয়তো বা সবচেয়ে ভালো নির্বাসন
স্বরে ও নিঃস্বরে ছায়া দীর্ঘতর হয়ে উঠছে রোজ
বিবরণ নয়, অমোঘ ভ্রমণ-কথা
রাত ৮-৩০, ২৮.১২.১১, তদেব