১০

খুব দ্রুত ছুটে দিগন্তের বুড়ি ছুঁয়ে ফেলছে
অসুখের দিনরাত্রিগুলি
একে একে খসে পড়ছে টুপি ও পালক, আয়না-মহলে
যত প্রসাধন ছিল, সেইসব

যে-চোখে কখনও ছিল নীল আকাশের
প্রখ্যাত উপমা সেখানে কোথাও
বিদ্যুতের স্পর্ধা নেই আর, অতিশয় সুখে
ক্লান্ত অভ্যাসের পরম্পরা

খুব দ্রুত দিগন্তের বুড়ি ছুঁয়ে ফেলছে নিরেট সময়

রাত ১০-২০॥ ২.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন