কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/১১
(পৃ. ৫০)
১১
যা দেখছি তা কোথাও নেই যা দেখিনি
তা-ই সব
এ কোনো হেঁয়ালি নয় ছায়া গিলে খায়
সব দৃশ্য
পলকে মিলিয়ে যায় সমস্ত আসবাব
যত স্পৰ্শ
এতদিন ছিল রক্তের গভীরে তীব্রতম
অসুখের
মতো স্বাভাবিক যত সুখ আর অভিলাষ
সেইসব
আছে তবু নেই যেন যা কিছু রটনা
শোনা যায়
কোনো কিছু ঘটেনি কখনও সমস্ত অলীক
এইমাত্র কথা
আসলে কথাও নয় কথাচ্ছলে মিথ্যার বয়ন
মেনে নিয়েছিলে
যা দেখছি তা কোথাও নেই যা দেখিনি
তা-ই সব
সকাল ৮-৫০॥ ৪.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন