কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/১২
(পৃ. ৫১)
১২
পাওয়া ও না পাওয়া জুড়ে আজ শুধু
ম্লান গোধূলির ছায়া
একে কি বিষাদ বলা যায় নাকি
ইচ্ছার সহজ পাঠ
ছুঁয়ে আছি দ্যাখো তোমার নিসর্গ
শিউরে উঠছে তৃণভূমি
বয়ে যাচ্ছে সুপবন স্পর্শসুখ দিয়ে
তবু সেই ছায়া ফিরে আসে
পাওয়া ও না পাওয়া জুড়ে আজ শুধু
নিবিড় ছোঁয়ার স্মৃতি
রাত ১০-৩০॥ ৪.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন