১৩

ভোরের গুঞ্জনে শুনি লয়হীন শূন্যকথা
যেন অস্তসূর্য মিশে গেছে
প্রতিটি মুদ্রায় চিহ্নে ইঙ্গিতের রিক্ততায়
তাই আকাঙ্ক্ষার ভেতরেও
জেগে উঠছে আর নিভে যাচ্ছে
সমস্ত উত্তাপ নিমেষেই
যেন মুহূর্তেই মুহূর্তের অবসান হবে
নদী ও আকাশ ভুলে যাবে
মুর্শেদের কাছে শেখা প্রণয়ের গাঢ় উচ্চারণ
ভোর তবে কেন এসেছিল...

সকাল ৬-১৫॥ ৫.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন