১৪

সমর্পণ শেখোনি কখনও, এই কথা
নদী বলে যায়
আহত বিক্ষোভে আকাশের শুনে যাওয়া
আর মনে মনে বলা:
কী করে বোঝাব তুমি সেই মুর্শেদ ধন হে
যত দূরে তত কাছে
সমর্পণে বড়ো বেশি একা হয়ে যাই
যত পূর্ণ তত
যেতে যেতে চিনে নিই পথ, পথের আড়াল
চিনি আর ফিরে যাই
ভাঁটি ও উজান জুড়ে সেই একই নদীর গভীরে
তবু নদী শোনে না কিছুই
প্রতিধ্বনি বলে: সমর্পণ শেখোনি কখনও

সকাল ৭-১০॥ ৫.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন