কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/১৫
(পৃ. ৫২)
১৫
কোথাও যাওয়ার কথা নেই, শুধু আছে
অন্তহীন প্রতিশ্রুতিগুলি
সব কিছু ঝরে গেছে হয়তো কৌতুকে কিংবা
শান্ত হাহাকার নিয়ে
নিদ্রাতুর দিনে কেন এত মন্থরতা
পুরোনো স্মৃতির ব্যবহারবিধি
নিয়ে এত প্রহেলিকা কেন প্রতিটি সন্ধ্যায়
এর চেয়ে ভালো রোজ
প্রতিশ্রুতি নিয়ে সভা ও সমিতি করা আর
যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে
দু’মিনিট নীরবতা পালনের তুমুল প্রস্তুতি
দুপুর ১-১০॥ ৫.১২.১০॥ সুক্রতু