কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/১৬
(পৃ. ৫৩)
১৬
ও হাওয়া ও হাওয়া
একবার জীবনের পাশে এসো
মুছে দাও সব আতুরের
দীর্ঘশ্বাস আর দীর্ঘস্থায়ী যত ভুল
অনুতাপ তাদেরে পাচার করো
অন্ধকারে ঐখানে ওরা শিখে নিক
ভব্যসব্য পোশাকের রীতি
এভাবে জীবন তৈরি হয়ে গেলে এসো
ও হাওয়া ও হাওয়া
মৌন বঁধুয়ার দ্বিধা মুছে দাও
বিকাল ১-৪৫॥ ৫.১২.১০॥ সুশ্রুতু