১৮

আরও একটা চৌখস ঝকঝকে দিন শুরু হচ্ছে
রাতের ভাঁড়ারে জমা থাকবে
যাবতীয় ঈর্ষা আর ক্রুর অসূয়ার কালো বিষ
নতুন দিনের খাঁজে খাঁজে
ক্রমশ ছড়িয়ে পড়বে উপচে-পড়া কালকূট
ভব্যতার আড়াল মেনেই
এখন সহসা স্বপ্নের গভীরে আমূল কৃপাণ
ঢুকে যাচ্ছে সপ্রতিভ আর
বিন্দু বিন্দু রক্ত ঝরতে ঝরতে কালো হয়ে যাচ্ছে
দিনের জোব্বা ও বৈভবগুলি
তবুও আসুক দিন রাতের পাঁজর ছিঁড়ে

সকাল ৯-১০॥ ৬.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন