১৯

এসব কবিতা নয়, জখমের ইস্তাহার
রাত জাগি
রক্তের নিভৃত দাগ মুছে নিতে
অক্ষরে অক্ষরে
তবু লেগে থাকে গোপন প্রহার-চিহ্ন
ক্ষত থেকে
ছুঁয়ে ছুঁয়ে পড়ে অন্ধকার ভরা স্মৃতি
দিন কেটে যায়
বিনিদ্র রাতের গাঢ় তৃষ্ণা শুষে নিয়ে
এসব কবিতা নয়, জখমের ইস্তাহার

সকাল ৮-৪০॥ ৬.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন