২১

আর কোনো প্রতীক্ষা ছিল না উৎসব-বাড়িতে
শুধু গুজবের ঢেউ আর ফিসফিস
দেখে-শুনে চারণকবিরা লিখে যায় স্তব্ধতার ভাষা
সেইসব চোরাবিবরণে নেই কোনো
ডানা ও আকাশ-কথা কিংবা নেই গোপন কুঠুরি
যেখানে হয়তো দু’দণ্ডের শান্তি ছিল
কোনোদিন আর ভেসে যেতে যেতে নেমে এসেছিল
মুগ্ধ মেঘ তাহলে আগুন কাকে পুড়িয়েছে
শুধু গুজবের ঢেউ আর ফিসফিস থেকে বুঝে নেব
ছন্নছাড়া নশ্বরতা জেগে আছে
আর কোনো প্রতীক্ষা ছিল না উৎসব-বাড়িতে

সকাল ৬-৩০॥ ৭.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন