২২

নির্মাণের কুহক ও বিস্তার দেখে বিস্ময়ে
হতবাক ঐ ভাষ্যকার
সব পৃষ্ঠা খোলা, কোনখানে শুরু হতে পারে
ভেতরের গোপন গবাক্ষ
কিংবা ছিদ্র খোঁজা যেখানে হয়তো লুকিয়ে রয়েছে
প্রকৃত কথাটি যার নাম
নটেগাছ যাকে ছুঁয়ে অক্ষরে অক্ষরে জেগে ওঠে
প্রেম ও বিষাদ অন্বয়ের
সহস্র সংহিতা আর বেঁচে থাকা জুড়ে ব্যাসকূট
ভাষ্যকার অলিন্দে দাঁড়িয়ে
কবিতার মাপজোখ দেখে ততক্ষণে নির্মাণের
রোদ ও কুয়াশা ছুঁড়ে ফেলে
উড়ে যায় খোলা পৃষ্ঠাগুলি, আলুথালু, নিয়মরহিত

সকাল ৭-২৫॥ ৭.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন