২৫

তোমাদের হাসি থেকে ছিটকে পড়ছে থুতু ও শীৎকার
দ্রিমি দ্রিমি বেজে যাচ্ছে তুমুল কনসার্ট
এই দৃশ্য কাল্পনিক
তবু প্রতিদিন ফিরে ফিরে আসে হাসি আর বাজনা
উতরোল হয়ে ওঠে ধাতব উল্লাস
এই নিয়ে কথা হোক
আমাদের বিতর্কসভায় কেন এত হাসি কেন বা শীৎকার
কেন ঐ ধাতব কনসার্ট কেন ধ্বনির মহড়া
সব আলোচনা হোক
যতক্ষণ লিখি ততক্ষণ কলমের মুখ ভার তারপর
কখন সহসা হেসে ওঠে কালি ও কাগজ
এই দৃশ্য কাল্পনিক
এই দৃশ্য তবু বাস্তবিক

সকাল ৯-১০॥ ৮.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন