কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/২৬
(পৃ. ৫৮)
২৬
পথ দীর্ঘতর, যেতে হবে আরও বহুদূর
খামার পেরিয়ে, কাঁটাতার
ডিঙিয়ে ডিঙিয়ে সূর্যাস্ত অবধি কিংবা
তারও পরে যেখানে কুয়াশা শুধু
কেউ একজন পথের দ্রাঘিমা খুঁজে নেয় যদি
তাকে বলো, শেষ নেই
যতটুকু যায় চোখ ততটুকু চলো
পথ দীর্ঘতর, যেতে হবে আরও বহুবহু দূর
রাত ৭-৫৫॥ ৮.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন